কোম্পানীগঞ্জে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২০
০৩:২১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৩:২১ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

সিলেটের কোম্পানীগঞ্জে বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য।

আজ বুধবার (২৯ এপ্রিল) উপজেলার রাজনগর, নতুনবাজার, ভোলাগঞ্জ বাজার ও থানা বাজার এলাকায় পবিত্র রমজান উপলক্ষে এ অভিযান চালানো হয়।

এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে এবং একটি মোটরসাইকেলে তিনজন আরোহী থাকায় দুই ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য জানিয়েছেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

আরআর