বিয়ানীবাজারে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিয়ানীবাজার(সিলেট) প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২০
১১:১০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
১১:১০ অপরাহ্ন



বিয়ানীবাজারে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শিশুকে (১২) চাল ও ডাল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে মুজিবুর রহমান বিপ্লব নামের পঞ্চাশোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। নির্যাতনের শিকার শিশু পঞ্চখন্ড বাসুদেব মন্দিরের সেবায়েতের ছেলে। এ ঘটনায় নির্যাতিত শিশুর মা লাভলী চক্রবর্তী বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযুক্ত বিপ্লবকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃত বৃদ্ধ বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও অভিযোগকারী সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মুজিবুর রহমান বিপ্লব চাল ও ডাল দেওয়ার কথা বলে ভূক্তভোগী শিশুকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে ওই শিশুকে নিজের বাড়ির সামনে নিয়ে নির্যাতন করেন। অভিযুক্ত বিপ্লব ওই শিশুর গালে দাঁত দিয়ে কামড়ে জখম করে পালিয়ে যান। পরে শিশুর মা-বাবা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় মঙ্গলবার (২৮ এপ্রিল) নির্যাতিত শিশুর মা লাভলী চক্রবর্তী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বুধবার বিকাল ৫টার দিকে পৌর শহরের ওসমানী স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক বলেন, ‘থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

 

এসএ-০১/এএফ-০৩