বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর নিলামে তুলছেন জার্সি-গ্লাভস

খেলা ডেস্ক


এপ্রিল ৩০, ২০২০
১১:৩০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২০
১১:৩০ অপরাহ্ন



বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর নিলামে তুলছেন জার্সি-গ্লাভস

দেশের সিনিয়রদের অনুসরণ করে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি নিলামে তুলছেন তাঁর জার্সি-গ্লাভস। করোনাভাইরাসের কারণে বিপাকে রয়েছেন শ্রমজীবী লোকজন। কাজ করতে না পারায় তাদের এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাদের পাশে দাঁড়াতে নিজের প্রিয় একটি ব্যাট নিলামে তুলেছেন সাকিব আল হাসান। তার দেখানো পথে হাঁটছেন আরও অনেক ক্রিকেটার। প্রিয় ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলছেন তারা। 

আজ বৃহস্পতিবার ফেসবুকে আকবর লিখেছেন, নিঃসন্দেহে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনা সংকটকালে এর দুটি স্মারক (ফাইনাল ম্যাচের জার্সি ও ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। এ থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।

বিশ্বকাপজয়ী টাইগাররা ইতিমধ্যে ক্রিকেটারদের কল্যাণ সমিতির (কোয়াব) তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন। দলীয় ক্যাপটেন হিসেবে জার্সি ও গ্লাভস নিলামে তোলার সিদ্ধান্ত নিয়ে জাতির ক্রান্তিকালে যুবাদের যেন সামনে থেকেই নেতৃত্ব দিতে চাইলেন আকবর।

এআরআর/০৬