সিলেট মিরর ডেস্ক
মে ০১, ২০২০
০৭:১১ পূর্বাহ্ন
আপডেট : মে ০১, ২০২০
০৭:১১ পূর্বাহ্ন
করোনা মহামারীতে র্কমহীন শ্রমজীবী মানুষের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার খাদ্যসামগ্রী ও নগদ র্অথ বিতরণ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রলি) বিকেল ৩টায় আম্বরখানাস্থ দলীয় র্কাযালয়ে খাদ্য ও নগদ র্অথ বিতরণ করেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্টরে মামুন বেপারি, মাহবুব হাওলদার, চা শ্রমিক ফেডারেশনের সন্দিপ রঞ্জন নায়েক, সমাজতান্ত্রকি ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় র্শমা প্রমুখ।
এসময় বক্তারা, করোনা মহামারীতে র্কমহীন ঘরবন্দি শ্রমজীবী মানুষকে রক্ষায় সরকাররে পদক্ষপে যথষ্টে নয়। সরকারি ত্রান র্পযাপ্ত না থাকায় এক মাসের অধিক সময় ধরে ঘরবন্দি নম্নিবিত্ত-মধ্যবিত্ত মানুষ খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন।
নেতৃবৃন্দ অবলিম্বে করোনা মহামারীতে ঘরবন্দি মানুষরে মধ্যে র্পযাপ্ত খাদ্যসামগ্রী ও অর্থ সহযোগতিা প্রদানরে জন্য সরকাররে প্রতি আহ্বান জানান।
বিএ-১৭