বিশেষ অলিম্পিকের সঙ্গে চুক্তি মেসি ফাউন্ডেশনের

খেলা ডেস্ক


মে ০১, ২০২০
০৮:৪১ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২০
০৮:৪১ পূর্বাহ্ন



বিশেষ অলিম্পিকের সঙ্গে চুক্তি মেসি ফাউন্ডেশনের

বিশেষ অলিম্পিক কাতালানের সঙ্গে নতুন চুক্তি করেছে লিওনেল মেসির সংস্থা ‘দ্য মেসি ফাউন্ডেশন’। এটিই প্রথমবার নয়, ২০১৫ সাল থেকে এই দুই সংস্থা একে অপরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে। এবার নতুন করে আরো কয়েক বছরের জন্য বাড়ালেন চুক্তির মেয়াদ।
এই সংস্থার মাধ্যমে লিওনেল মেসি শারীরিকভাবে অক্ষম শিশুদের খেলাধুলার সুযোগ করে দিচ্ছেন। যারা সাধারণ শিশুদের মতো খেলাধুলায় অংশ নিতে পারে না, এবং বিশেষ চাহিদা সম্পন্ন তারা যেন সকল সুযোগ সুবিধা পায় সেদিকেই নজর দ্য মেসি ফাউন্ডেশনের। মেসির এই সংস্থার মাধ্যমে গেল ৫ বছরের বহু শিশু সুযোগ সুবিধা পেয়েছে বলে জানা গেছে।
বিশেষ অলিম্পিক কাতালুনিয়ার সভাপতি সার্জি গ্রিমাও বলেন, ‘মেসি ফাউন্ডেশনের সঙ্গে আমাদের এই অন্তর্ভুক্তি সমাজের প্রতি সাধারণ মানুষের দায়বদ্ধতা প্রকাশ করে। ছোট ছোট বাচ্চাদের জীবন উন্নতির জন্য লিওনেল মেসির ফাউন্ডেশন অনেক কাজ করছে আর অনেক গুরুত্বপূর্ণ ভুমিকাও পালন করে যাচ্ছে।’ এই দুই সংস্থা আগামিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কমপক্ষে ২২টি স্কুল স্থাপন করবে। সেই সঙ্গে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করবে।

এআরআর/০৪