ভারতে লকডাউন আরও দুই সপ্তাহ বাড়ল

সিলেট মিরর ডেস্ক


মে ০২, ২০২০
০২:৫২ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
০২:৫২ পূর্বাহ্ন



ভারতে লকডাউন আরও দুই সপ্তাহ বাড়ল

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ দুই সপ্তাহ বাড়িয়ে ৪ থেকে ১৭ মে পর্যন্ত করা হচ্ছে।

আজ শুক্রবার (১ মে) সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো। করোনা ভাইরাসের প্রকোপ না কমায় দফায় দফায় মন্ত্রিদের নিয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সবশেষ গত ১৪ এপ্রিল লকডাউনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেয় ভারত।সেই মেয়াদ শেষ হওয়ার আগেই পরিস্থিতি বিবেচনায় এলো নতুন সিদ্ধান্ত।

ভারতে শুক্রবার পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৫ জন, মৃত্যু হয়েছে ১১৫২ জনের।

এনএইচ-০১/বিএ-১০