গেইলের মন্তব্যের জবাবে যা বললেন সারওয়ান

খেলা ডেস্ক


মে ০২, ২০২০
১২:১৭ অপরাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
১২:১৭ অপরাহ্ন



গেইলের মন্তব্যের জবাবে যা বললেন সারওয়ান

সাবেক সতীর্থ রামনরেশ সারওয়ানকে `করোনাভাইরাসের চেয়ে বাজে’ মন্তব্য করে বসলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। এবার গেইলের এই মন্তব্যের কড়া জবাব দিলেন সারওয়ান। ফেসবুকে দুই পাতার বিবৃতি পোস্ট করেছেন সারওয়ান। তাতে গেইলের সব অভিযোগ মিথ্যা বলে দাবি করলেন তিনি।
রামনরেশ সারওয়ান লিখেছেন, ‘জামাইকা তালাওয়াহস থেকে গেইলের বাদ পড়ার পেছনে আমার কোনো ভূমিকা নেই। গেইল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। শুধু আমি নই, অনেককেই কলঙ্কিত করেছে। তবে আমিই ছিলাম ওর প্রধান লক্ষ্য। গেইলের কুৎসিত মন্তব্যের জবাব দেওয়ার উপযুক্ত বলে উত্তর দিচ্ছি, আমার মনে হয়েছে জনতার সামনে সব কিছু ঠিকভাবে উপস্থাপন করা উচিত। তাছাড়া, যে মানুষদের চরিত্র ও ক্যারিয়ার গেইল কলঙ্কিত করতে চাইছে, তাদের রক্ষা করতেও মুখ খুলতে বাধ্য হলাম।’
সারওয়ান আরও লিখেছেন, ‘পরিষ্কার জানিয়ে দেওয়া যাক, আন্তর্জাতিক ক্যারিয়ারের সূচনা থেকেই খেলেছি গেইলের সঙ্গে। অসামান্য প্রতিভা বলে সবসময় শ্রদ্ধাও করে এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও দেখেছি। তাই এই ধরনের অভিযোগে আমি স্তম্ভিত।’
যে উঠতি ক্রিকেটারদের কাছে গেইল ‘রোল মডেল’ তাদের কাছে এর ফলে ভুল বার্তা যাচ্ছে বলে মনে করছেন সারওয়ান। শুধু তিনি একাই নন, জ্যামাইকা তালাওয়াহস দলের পক্ষ থেকেও গেইলের মন্তব্যে হতাশার কথা জানানো হয়েছে।

এআরআর/০১