সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২০
০৭:৪০ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
০৭:৪০ অপরাহ্ন
পাকিস্তানে সর্বোচ্চ রোনাভাইরাস আক্রান্ত হওয়ার দিনে লকডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার লকডাউন তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৭ মে) টিভিতে এক ভাষণে ইমরান এ ঘোষণা দেন। এদিন পাকিস্তানে ১ হাজার ৫২৩ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। একদিনে এ সংখ্যা সর্বোচ্চ।
এ নিয়ে পাকিস্তানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪,০৭৩ জনে এবং মারা গেছে ৫৬৪ জন। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে পাঁচ সপ্তাহ ধরে লকডাউন চলছে।
এবার তা তুলে নেওয়ার ঘোষণায় প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে; কারণ, দেশের বিপুল সংখ্যক গরিব মানুষ এবং শ্রমিকরা লকডাউনের মধ্যে আর তাদের জীবিকা নির্বাহ করতে পারছে না। এখনই লকডাউন শেষ করা হোক, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা জানি এমন এক সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যখন আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। কিন্তু আমরা যেমনটি আশা করেছিলাম, পরিস্থিতি আসলে তেমন হচ্ছে না।
বিএ-১৬