সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২০
০৮:৪৫ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ২২ হাজার ১ জন। তাদের মধ্যে বর্তমানে ২২ লাখ ৫৫ হাজার ২০৯ জন চিকিৎসাধীন রয়েছে। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৩ লাখ ১ হাজার ৭৩৬ জন সুস্থ হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার (০৭ মে) ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) রোগ থেকে চীনের মূল ভূখণ্ডে সেরে উঠেছে ৭৭ হাজার ৯৫৭ জন। যুক্তরাষ্ট্রে ২ লাখ ১২ হাজার ৯৮১ জন, স্পেনে ১ লাখ ৫৯ হাজার ৩৫৯ জন, ইতালিতে ৯৩ হাজার ২৪৫ জন, ইরানে ৮১ হাজার ৫৮৭ জন এবং ফ্রান্সে ৫৩ হাজার ৯৭২ জন সুস্থ হয়ে উঠেছে। ইউরোপের দেশ জার্মানিতে ১ লাখ ৩৯ হাজার ৯০০ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ ছাড়া তুরস্কে ৭৮ হাজার ২০২, ব্রাজিলে ৫১ হাজার ৩৭০, সুইজারল্যান্ডে ২৫ হাজার ৭০০ জন, কানাডায় ২৮ হাজার ১৭১, অস্ট্রিয়ায় ১৩ হাজার ৬৩৯, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪১৯, বেলজিয়ামে ১২ হাজার ৭৩১ ও অস্ট্রেলিয়ায় ৬ হাজার ৪০ জন সুস্থ হয়ে উঠেছে।
এদিকে আক্রান্তের দিক থেকে ইতালি, স্পেন, চীনকে পেছনে ফেলে বর্তমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১২ লাখ ৬৩ হাজার ৯২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তবে এই ভাইরাসে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৭৪ হাজার ৭৯৯ জন।
এএফ-১৪