তাহিরপুর প্রতিনিধি
মে ০৯, ২০২০
০৭:০১ অপরাহ্ন
আপডেট : মে ০৯, ২০২০
০৭:০১ অপরাহ্ন
করোনা ভাইরাস প্রাদুর্ভাবকালীন সময়ে যারা প্রশাসন ও বিভিন্ন সংস্থার দানকৃত খাদ্যসামগ্রী এখনও পাননি এমন ১হাজার হতদরিদ্র, দিনমজুর পরিবার চিহ্নিত করে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী পৌছে দিলো সুনামগঞ্জ বিজিবি।
জেলার ৬টি উপজেলার ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্তের ১৮টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ মেট্রিকটন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে বারেকটিলায় ট্যাকেরঘাট, চানঁপুর ও লাউড়েরগড় বিওপির এলাকার সীমান্তবর্তী অসহায়দের মধ্যে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি এ্যাংকর ডাল, ১ কেজি লবন, আধা লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মাহমুদ মাওলা ডন, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক, মেডিকেল কর্মকর্তা, কোয়ার্টার মাষ্টার, ট্যাকেরঘাট কোম্পানী কমান্ডার দেলোয়ার হোসেন প্রমুখ।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন গত ৭-৯ মে পর্যন্ত ডুলুরা, চিনাকান্দি, মাছিমপুর, মাটিরাবন, বাংগালভিটা, বিরেন্দ্রনগর, চাঁরাগাও, বালিয়াঘাট, ট্যাকেরঘাট, চাঁনপুর, লাউড়েরঘরসহ সীমান্তবর্তী ১৮টি বিজিবি ক্যাম এরিয়ার এক হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে ১১ মেট্রিকটন খাদ্যসামগ্রী বরাদ্দ করে যা সুনামগঞ্জ বিজিবির তত্ত্বাবধানে সংকটকালীন এ সময়ে অসহায়দের নিকট পৌছে দেওয়া হয়েছে।
এএইচ/ বিএ-১০