ছাতক প্রতিনিধি
মে ০৯, ২০২০
০৯:০৩ অপরাহ্ন
আপডেট : মে ০৯, ২০২০
০৯:০৩ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া কমেন্টসকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতক উপজেলার দেবেরগাঁও গ্রামে দু' পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার (৯ মে) ইফতারের পর মুহুরী সইদুল হক ও একই গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য আগুর মিয়ার পক্ষের লোকজনের মধ্যে ফেসবুকে কমেন্টস করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে অর্ধশত আহত হন। এর মধ্যে রুবেল (২২), রামিজ আলী (৫৫), দিলোয়ার (২২), বাবলা (২৬), খুরশিদ আলী (২৫), শানুর (৩০), আব্দুল কাহার (৪০), আশাকুল (৫০), সাদাম (২২), আগুর মিয়া(৫৫), জাফরুল (৩৫), ছালেক (২৪), আজির (৩০), আনফর (৩৫), মখলিছ আলী (৪৫), মুস্তাকিন (১৮), আছমত আলী (২১), জুনুর (২৭), লোকমান (১৯), লাহিন (২৬), সুলেমান (২৮), রুমন (১৭), সুনামিন (২০), জাবেদ (৪৭), রকিব (৫০) সহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক বাচ্চু মিয়া একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
এমএ-০১/এএফ-১২