দেখার হাওড়ে ধান কাটলেন ব্যাডমিন্টন তারকারা

খেলা ডেস্ক


মে ১০, ২০২০
০৯:০৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
০৯:১০ পূর্বাহ্ন



দেখার হাওড়ে ধান কাটলেন ব্যাডমিন্টন তারকারা

 

করোনা ভাইরাসের কারণে কাজ করতে না পারায় সবচেয়ে বেশি সমস্যায় আছেন নিম্নআয়ের মানুষেরা। এরইমধ্যে দরিদ্র মানুষের মুখে দুবেলা দুমুঠো আহার তুলে দিতে তাদের পাশে দাঁড়িয়েছেন ব্যাডমিন্টন খেলোয়াড় সংগঠকরা।

দেশের ছয় জেলায় একযোগে কাজ করছেন তারা। জাতীয় শাটলার আম্মার আহমেদের নেতৃত্বে পুরো দেশ বিদেশের শাটলার, কোচ, আম্পায়ার সংগঠকরা তহবিল সংগ্রহ করে ত্রাণবিতরণ করছেন। এবার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে এই ব্যাডমিন্টন পরিবার। শ্রমিক সংকটের কারণে ফসল কাটতে না পারা অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তারা। দুই দিনেরকর্মসূচির প্রথম দিনে তারা সুনামগঞ্জের দেখার হাওড়ের কয়েককটি জমিতে ব্যাডমিন্টন পরিবারের ১৫ সদস্য ধান কেটেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন আগামী ২৫ তারিখের মধ্যে ধানকাটার নির্দেশ দিয়েছেন। কারণ সময়ের মধ্যে ধান কাটা সম্ভব না হলে বন্যার পানিতে ধান তলিয়ে যাওয়ার শঙ্কা আছে। তাই তারা কর্মসূচি হাতে নিয়েছে ব্যাডমিন্টন পরিবার।

 

এআরআর/০৭