করোনা ঠেকাতে একাট্টা সুনামগঞ্জের জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা

সুনামগঞ্জ প্রতিনিধি


মে ১০, ২০২০
০২:৩২ অপরাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
০২:৩২ অপরাহ্ন



করোনা ঠেকাতে একাট্টা সুনামগঞ্জের জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা
খুলতে দেননি ব্যবসাপ্রতিষ্ঠান, চালিয়েছেন প্রচার

সরকার আজ রবিবার (১০ মে) থেকে সারাদেশে সীমিত আকারে সব ধরণের দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা ও গ্রামীণ হাটবাজারও এই নির্দেশনায় দোকানপাট খুলেছে।

কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে সুনামগঞ্জ পৌর শহরে। পৌর এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা করোনার সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আজ শহরের কোনো দোকানপাট খুলতে দেননি। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা শহরের বিভিন্ন মার্কেটে ঘুরে এ বিষয়ে প্রচার চালান। যারা এ সময় দোকান খুলেছিলেন, তাদের দোকানও বন্ধ করে দেওয়া হয়। আগামী ১৫ মে'র পরে দোকান খোলার বিষয়ে স্থানীয়ভাবে সিদ্ধান্ত দেওয়া হবে বলে তারা ব্যবসায়ীদের জানান।

জানা গেছে, সরকারি নির্দেশনার পরই শহরসহ বিভিন্ন উপজেলা ও গ্রামীণ হাটবাজার খুলতে শুরু করে। ফলে বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বাড়তে থাকে। এ নিয়ে স্থানীয় সুধী ও সচেতন মহলে উদ্বেগ লক্ষ্য করা যায়। কারণ এতে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়। এ অবস্থায় গত ৬ মে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ডাকে সুনামগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন জরুরি বৈঠকে বসে প্রথমে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার সিদ্ধান্ত নেয়। এ খবরে বিভিন্ন স্থানে দোকানপাট খোলা শুরু হলে বাজারে হঠাৎ ভিড় বাড়ে। বিভিন্ন দোকানে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে উদ্বিগ্ন হয়ে ব্যবসায়ীরা গতকাল শনিবার (৯ মে) আবার সুনামগঞ্জ চেম্বার অব কমার্সে জরুরি সভায় বসেন। সভায় জেলা শহরের চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হন। দীর্ঘ আলোচনার পর তারা সিদ্ধান্ত নেন আগামী ১৫ মে পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে। পরবর্তীতে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন তারা।

এদিকে আজ সরকারি ঘোষণার কারণে কোনো ব্যবসায়ী যাতে দোকানপাট খুলতে না পারেন, সে জন্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত এবং চেম্বার অব কমার্সের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে শহরের হাট-বাজার পরিদর্শনে নামেন। তারা ব্যবসায়ীদের আগামী ১৫ মে পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়ে খুলে দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন। এ সময় তারা করোনাভাইরাস প্রতিরোধে প্রচারও চালান।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় হঠাৎ ভিড় দেখা যায়। এতে করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই আমরা ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা মিলে আজ বাজার ঘুরে কঠোরভাবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। যারা খুলেছিল, তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি। আগামী ১৫ মে’র পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এসএস/আরআর