দোয়ারাবাজার প্রতিনিধি
মে ১০, ২০২০
০৮:০৩ অপরাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
০৯:৩২ অপরাহ্ন
দোয়ারাবাজারে সরকারিভাবে ধান সংগ্রহ উপলক্ষে লটারির মাধ্যমে কৃষক বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (১০ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে লটারির মাধ্যমে কৃষক বাছাইয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিম হায়দার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, দোহালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মিয়া, আওয়ামী লীগ নেতা তপন সরকার তপু, মুনসুর আহমেদ রিপন, দুলাল মিয়া, মো. আলাউদ্দিন, আব্দুল জলিল, যুবলীগ নেতা মঈন উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা জানান, প্রত্যেক ইউনিয়নে ধানের ফলন অনুয়ায়ী ৯টি ইউনিয়নে মোট ১৫৭৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। দোয়ারাবাজার সদর ইউনিয়নে ২৯৫ মেট্রিকটনের জন্য ২৯৫ জন কৃষক বাছাই করা হয়ছে, সুরমা ইউনিয়নে ১৯০ মেট্রিকটনের জন্য ১৯০ জন, লক্ষীপুর ইউনিয়নে ১৯৫ মেট্রিকটনের জন্য ১৯৫ জন, দোহালীয়া ইউনিয়নে ১২০ মেট্রিকটনের জন্য ১২০ জন কৃষক বাছাই করা হয়েছে, মান্নারগাঁও ইউনিয়নে ২৯০ মেট্রিকটনের জন্য ২৯০ জন, পান্ডারগাঁও ইউনিয়নে ২৮০ মেট্রিকটনের জন্য ২৮০ জন কৃষক, নরসিংপুর ইউনিয়নে ৮৫ মেট্রিকটনের জন্য ৮৫ জন, বাংলাবাজার ইউনিয়নে ১০৮ মেট্রিকটনের জন্য ৬০ জন, বোগলাবাজার ইউনিয়নে ১১ মেট্রিকটনের জন্য ১১ জন কৃষক বাছাই করা হয়েছে।
প্রত্যেক কার্ডধারী কৃষকের কাছ থেকে ৪ বস্তা থেকে ৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা যাবে বলেও জানান তিনি।
এইচএইচ/বিএ-১৪