দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক


মে ১১, ২০২০
০৭:৩৪ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
০৭:৩৪ অপরাহ্ন



দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইফতার সামগ্রী বিতরণ

হাওরপাড়ের কর্মহীন ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাষ্ট্র।

সোমবার (১১ মে) বেলা ২ টায় কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকম পরিবারের আয়োজনে দিরাই বিএডিসি মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে 

সভাপতিত্ব করেন সিলেট জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলামের পরিচালনা করেন দিরাই পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, অর্গানাইজেশনের সহসভাপতি নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, আছাব উদ্দিন, হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি যুবলীগ নেতা একরার হোসেন, যুবলীগ নেতা রুবেল সরদার, ময়না মিয়া, সাংবাদিক সালমান মিয়া, রুম্মান আহমদ, দিরাই কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমদ জয় প্রমুখ।

বিএ-১৪