দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক


মে ১১, ২০২০
০৮:০৩ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
০৮:০৩ অপরাহ্ন



দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী করোনায় হয়েছেন। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও দুইজন নার্সের করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

তিনি জানান, আজ সোমবার (১১ মে) দুপুরে আমাদের জানানো হয় দিরাইয়ের আরও একজন করোনায় আক্রান্ত। তিনি উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী। গত ৯ মে তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনএইচ/বিএ-১৭