খেলা ডেস্ক
মে ১১, ২০২০
১০:৫৮ অপরাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
১০:৫৮ অপরাহ্ন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষিত সরকারি সহায়তার জন্য তালিকাভুক্ত ৫০ জন দুস্থ খেলোয়াড়সহ সংশ্লিষ্ট ১০০ জনকে আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তারা প্রত্যেকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাবেন ১০ হাজার টাকা করে।
ফেডারেশনের সিনিয়র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদারের উদ্যোগে ১০ লাখ টাকা অর্থ সংগ্রহ করেছেন। সোমবার গুলিস্তাস্থ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামস্থ ফেডারেশনের কার্যালয়ে এই অর্থ হস্তান্তর করা হয়েছে সিনিয়র সহ-সভাপতির কাছে।
এ বিষয়ে সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার বলেন, ‘আমরা ১০০ জনের তালিকা তৈরি করছি। এর মধ্যে সাবেক ও বর্তমান খেলোয়াড় যেমন আছেন, তেমনি আছেন সংগঠক, আম্পায়ার। নারী খেলোয়াড়রাও থাকবেন এই তালিকায়। প্রাথমিকভাবে আমরা এই ১০০ জনকে সহায়তা করব। সবার ব্যাংক হিসেব নম্বর চাওয়া হবে। সে অনুযায়ী তাদের কাছে টাকা প্রেরণ করা হবে। তবে যাদের আমরা সহায়তা করব তাদের নাম প্রকাশ করা হবে না। যারা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাচ্ছেন তারা আবার এই তালিকায় থাকছেন না।’
এআরআর/০৩