সুনামগঞ্জ প্রতিনিধি
মে ১২, ২০২০
০২:০৯ অপরাহ্ন
আপডেট : মে ১২, ২০২০
০২:১২ অপরাহ্ন
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সংকটকালীন সময়ে সুনামগঞ্জ মেস, বোর্ডিং ও বিভিন্ন ভাড়া বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রের কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
স্মারকলিপি সূত্রে জানা যায়, এপ্রিল ও মে মাসের ভাড়া মওকুফ, যতদিন করোনা নামক মহামারি থাকবে ততদিন পর্যন্ত ভাড়াটিয়ার মেস ও বোর্ডিংয়ের স্থায়িত্ব নিশ্চিত করা এবং মহামারি কোভিড-১৯ কালীন মেস, বোর্ডিং ও বাসা ভাড়া মওকুফের দাবি জানান শিক্ষার্থীরা।
সোমবার (১১ মে) দুপুরে এ স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পৌর মেয়র নাদের বখত এবং পুলিশ সুপারের পক্ষে তাঁর অফিস সহকারি।
এ সময় উপস্থিত ছিলেন মো. আলী উজ্জামান, ইমরান হোসেন হিমু, আব্দুল বারী, সালমান ইসলাম ইমন, আমিরুল ইসলাম অবিদ, আতিকুর রহমান রিয়াদ, ইলিয়াস আহমদ প্রমুখ ।
এএইচ/বিএ-০২