দোয়ারাবাজারে এক নারীর করোনা শনাক্ত, স্বামী ও বাবার বাড়ি লকডাউন

দোয়ারাবাজার প্রতিনিধি


মে ১২, ২০২০
০৬:১৭ অপরাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
০৬:১৭ অপরাহ্ন



দোয়ারাবাজারে এক নারীর করোনা শনাক্ত, স্বামী ও বাবার বাড়ি লকডাউন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঢাকা ফেরত এক মহিলার করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। উপজেলার ৮ নম্বর বগুলা ইউনিয়নের ধর্মপুর গ্রামের ৮ মাসের অন্তস্বত্বা ওই নারীর স্বামী ঢাকার গাজীপুরে শ্রমিকের কাজ করতেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ২৪ এপ্রিল তারা বাড়িতে আসেন। পরদিন তাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল সোমবার (১১ মে) তার কোভিড-১৯ রিপোর্ট পিজেটিভ আসে। তাকে আপাতত বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। একই সঙ্গে করোনা আক্রান্ত ওই মহিলার স্বামীর বাড়ি ও পার্শ্ববর্তী গ্রামে তার বাবার বাড়িও লকডাউন করা হয়েছে।

দেলোয়ার হোসেন বলেন, আপাতত ওই নারীকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি তার স্বামী ও তার বাপের বাড়ি লকডাউন করা হয়েছে।

এইচএইচ/বিএ-১০