করোনা সন্দেহে জগন্নাথপুরের পল্লী চিকিৎসককে সিলেটে প্রেরণ

জগন্নাথপুর প্রতিনিধি


মে ১৩, ২০২০
০৪:৫৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১৩, ২০২০
০৪:৫৮ পূর্বাহ্ন



করোনা সন্দেহে জগন্নাথপুরের পল্লী চিকিৎসককে সিলেটে প্রেরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত ৪০ বছর বয়সী এক পল্লী চিকিৎসককে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল তার বাড়িতে গিয়ে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গের কারণে তার স্বাস্থ্যের অবনতি দেখে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর জানান, গত ১০ মে করোনাভাইরাসের উপসর্গের খবর পেয়ে আমরা তার নমুনা সংগ্রহ করি। আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে আমরা তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠাই এবং তার বাড়িসহ আশপাশের ৩১টি বাড়ি লকডাউনের ব্যবস্থা করি। ওই ব্যক্তির নমুনা সংগ্রহের প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।

 

এএ/আরআর