অসহায়দের পাশে সুনামগঞ্জ হিজড়া সমিতির সভাপতি

তাহিরপুর প্রতিনিধি


মে ১৩, ২০২০
০৬:৩৬ অপরাহ্ন


আপডেট : মে ১৩, ২০২০
০৬:৩৬ অপরাহ্ন



অসহায়দের পাশে সুনামগঞ্জ হিজড়া সমিতির সভাপতি

করোনাভাইরাসের সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায়দের দিকে সহায়তায় হাত বাড়ালেন সুনামগঞ্জ জেলা হিজড়া সমিতির সভাপতি মাহুমা আক্তার স্বর্ণালী।

আজ বুধবার (১৩ মে) সকালে তার উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের বড়ছড়া শুল্ক স্টেশন এলাকায় ৬০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রীর প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, আধা কেজি ডাল ও ১ কেজি আলু।

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা হিজড়া সমিতির সভাপতি মাহুমা আক্তার স্বর্ণালী, শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ইউপি সদস্য জম্মত আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সুনামগঞ্জ জেলা হিজড়া সমিতির সভাপতি মাহুমা আক্তার স্বর্ণালী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন সময়ে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। মানবেতর জীবনযাপন করছেন কেউ কেউ। সেদিক বিবেচনায় নিয়ে সামর্থ্যানুযায়ী হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি।

নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্যানুযায়ী সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

এএইচ/আরআর