দক্ষিণ সুনামগঞ্জে আরও এক করোনা রোগী শনাক্ত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


মে ১৪, ২০২০
০৬:৩০ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০৬:৩০ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে আরও এক করোনা রোগী শনাক্ত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি স্থানীয় পাগলা বাজারের মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) ওই ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ায় তার বসতবাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। পাশাপাশি তার বসতবাড়িতে লাল নিশানা টানানো হয়েছে মর্মে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। লকডাউনকৃত বাড়িতে জনগণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িটি অবরুদ্ধ করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, এ পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই গার্মেন্টসফেরত। এর মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ১ জন নিজ বাড়িতে চিকিৎসা গ্রহণ করছেন আর ৫ জন সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন বেডে চিকিৎসাধীন আছেন।

 

এসটি/আরআর