ছাতক-দোয়ারাবাজারের ৫০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি


মে ১৪, ২০২০
০৭:৪৩ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০৭:৪৩ অপরাহ্ন



ছাতক-দোয়ারাবাজারের ৫০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের আল হারামাইন হাসপাতালের অর্থায়নে আজ বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপী সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে, দোয়ারাবাজার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও পৌরসভার ফকিরটিলা বেদে পল্লী এলাকার অসহায় কর্মহীন ৫শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।

এ সময় তিনি বলেন, করোনাভাইরাসের কারণে ছাতক-দোয়ারাবাজারের ঘরে বন্দি থাকা কর্মহীন-অসহায় মানুষের মধ্যে সাধ্যমতো খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছি। দলীয় হাইকমান্ডের নির্দেশনায় এ অঞ্চলের বিএনপির নেতাকর্মীরাও মানুষকে খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন।

ছাতক-দোয়ারাবাজারের অসহায় মানুষদের খাদ্যসহায়তা দিতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে ৫শ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কাড়ইলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আল হারামাইন হাসপাতালের নির্বাহী কর্মকর্তা গোলাম মাহমুদ শিপলু, আবু রায়হান উজ্জ্বল, রাব্বী আহমেদ হাসান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিফজুল বারী শিমুল, বিএনপি নেতা শামসুর রহমান বাবুল, মোশাররফ হোসেন, কয়েছ আহমদ, মনির উদ্দিন, খায়ের উদ্দিন, লিজন তালুকদার, আব্দুল কাইয়ুম, গোলাম মোস্তফা, রাসেল আহমদ প্রমুখ। দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ মাঠে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল বারী, বিএনপি নেতা ফারুক আহমদ, হাবিবুর রহমান, রিগেন পাশা, জাকির হোসেন প্রমুখ।

 

এইচএইচ/আরআর