ছাতকে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ছাতক প্রতিনিধি


মে ১৫, ২০২০
১০:৩৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
১০:৪২ পূর্বাহ্ন



ছাতকে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সুনামগঞ্জের ছাতকে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিজাম উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুল লতিফের ছেলে। এ ঘটনায় আরও চার নারী-পুরুষ আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, জয়নগর গ্রামের আব্দুল লতিফ ও তৈয়ব আলীর পক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

এতে আব্দুল লতিফসহ তার পক্ষের নিজাম উদ্দিন, বিল্লাল মিয়া, জলাল উদ্দিন ও তাসবী বেগম আহত হন। এদের মধ্যে গুরুতর আহত নিজাম উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানিয়েছেন।

এমএ-০১/এনপি-০৭