ছাতক প্রতিনিধি
মে ১৭, ২০২০
১১:৪৩ অপরাহ্ন
আপডেট : মে ১৭, ২০২০
১১:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে এবার ১০ বছর বয়সী এক শিশু প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা। রবিবার (১৭ মে) রাতে তার শরিরে করোনা ভাইরাস পজেটিভ বলে রিপোর্ট এসেছে।
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদ সানি জানান, গত ১০ মে ঐ শিশুসহ তার পরিবারের ৮ সদস্য ঢাকা থেকে ছাতকে আসেন। আসার পর থেকেই তাদের প্রত্যাককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখে সকলের নমুনা পরিক্ষা জন্য পাঠানো হয়।
এদের মধ্যে ঐ শিশুটির করোনা পজেটিভ আসে। বর্তমানে সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে বলে জানান তিনি।
এ নিয়ে ছাতকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ জন। এদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এমএ/বিএ-০৩