ভারতে আজ থেকে কারফিউ

সিলেট মিরর ডেস্ক


মে ১৮, ২০২০
১১:৫১ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২০
১১:৫৫ অপরাহ্ন



ভারতে আজ থেকে কারফিউ

করোনার সংক্রমণ রোধে ভারতে আজ সোমবার (১৮ মে) থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে। ৩১ মে পর্যন্ত চলবে । এ দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আবার অনেক ক্ষেত্রে ছাড় মেলেনি। তবে চতুর্থ দফার লকডাউনে সবচেয়ে বড় ঘোষণা হলো, দেশজুড়ে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্যকর হচ্ছে কারফিউ।

কারফিউর ফলে সন্ধ্যা ৭টার পর কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। সন্ধ্যায় বন্ধ হয়ে যাবে পরিবহন–ব্যবস্থা থেকে শুরু করে সব দোকানপাট।

গতকাল রবিবার রাত ৯টার দিকে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক বৈঠকের পর কারফিউর কথা জানিয়ে দেন।

পাশাপাশি বিভিন্ন রাজ্যে পরিবহন ব্যবস্থা চালু করার কথাও বলা হয়। একই সঙ্গে আন্তজেলা ও আন্তরাজ্য দূরপাল্লার বাস পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়। তবে বলা হয়, এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিজ নিজ রাজ্য।

এ ছাড়া করোনা–সংক্রমিত এলাকাকে লাল, কমলা ও সবুজ জোনে ভাগ করা; অতিসংক্রমিত এলাকার কোনটিকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় প্রতিটি রাজ্যকে।

৬৫ বছরের বেশি বয়সের প্রবীণ ব্যক্তি, গর্ভবতী নারী ও ১০ বছরের নিচের শিশুদের চতুর্থ দফার লকডাউনের মধ্যে বাড়ি থেকে একদম বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বলা হয়েছে, স্থানীয় প্রশাসন প্রয়োজনে ১৪৪ ধারাও জারি করতে পারবে। এই লকডাউনকালে বিবাহ অনুষ্ঠানে মাত্র ৫০ জন যোগ দিতে পারবে। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারবে ২০ জন। তবে এসব হতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। মূলত করোনার বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ বেগবান করতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে।

এনপি-১২