তাহিরপুরে আরও একজনের করোনা শনাক্ত

তাহিরপুর প্রতিনিধি


মে ১৮, ২০২০
০৩:০২ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২০
০৩:০২ অপরাহ্ন



তাহিরপুরে আরও একজনের করোনা শনাক্ত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত পুরুষ (৬০) উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। এ নিয়ে তাহিরপুর উপজেলায় ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সকলেই ঢাকা ও নারায়ণগঞ্জের পোষাক কারখানার কর্মী।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন একজন করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। 

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ পর্যন্ত তাহিরপুর উপজেলা থেক ৯৫ জনের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়। ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১৫ মে পাঠানো হলে ১৭ মে রাতে একজনের ফলাফল পজেটিভ আসে। এনিয়ে তাহিরপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯জন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন রির্পোট হাতে পাওয়ার পর করোনা আক্রান্তের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সকালে আক্রান্তের বাড়ি গিয়েছে স্বাস্থ্যবিধি অনুযায়ী আমাদের মেডিকেল টিম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

জেআ/বিএ-০৬