সিলেট মিরর ডেস্ক
মে ১৯, ২০২০
০২:৪০ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
০২:৪০ অপরাহ্ন
ছবি : প্রতীকী
করোনাভাইরাস শরীরে নিয়েই এক শিশুর জন্ম হয়েছে। রাশিয়ার ককেশাস অঞ্চলের বেসলানের নর্থ ওসেটিয়া শহরে জন্ম নেওয়া শিশুটির মা করোনায় আক্রান্ত ছিলেন। রবিবার রুশ বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে এখবর জানিয়েছে এএফপি।
পেরুতে মধ্য এপ্রিলে এ ধরণের অপর একটি ঘটনা ঘটেছিল। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিশ্বে নবজাতকের কোভিড-১৯ আক্রান্তের এটি দ্বিতীয় ঘটনা।
আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, একজন অন্তঃসত্তা নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার গর্ভে জন্ম নেওয়া শিশুটিও করোনায় আক্রান্ত।
ওই মুখপাত্র আরও জানান, তারা এখন বাড়িতেই আছে। মা ও শিশুর অবস্থা স্থিতিশীল।
হাসপাতালের মেটারনিটি ইউনিটের প্রধান হাসান তাগায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় টেলিভিশন জানিয়েছে, বাচ্চা জন্ম দেবেন এমন ৩৫ নারীর ১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
রাশিয়ায় বর্তমানে ২ লাখ ৮০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত। সংক্রমণের দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়ার অবস্থান। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৩১ জন। তবে পশ্চিমা সংবাদমাধ্যমে আশঙ্কা করা হয়, বাস্তবে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।
বিএ-০৭