সিলেট মিরর ডেস্ক
মে ১৯, ২০২০
০৯:৩৪ পূর্বাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
০৯:৩৪ পূর্বাহ্ন
বাউল সম্রাট হিসেবে খ্যাত শাহ আব্দুল করিমের অন্যতম শিষ্য বাউল রণেশ ঠাকুরের দিরাইয়ের তাড়ল উজানধল গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১৮ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। আগুনে বাউলের বাদ্যযন্ত্র, সঙ্গীতচর্চার বিভিন্ন যন্ত্রপাতি ও বইপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, বাউল শিল্পী রণেশ ঠাকুর যে ঘরে সংগীতচর্চা করতেন রাত দেড়টার দিকে সেই ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশিরা এগিয়ে আসেন। কিন্তু আগুন নেভানোর আগেই ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের বা আশপাশের কারো সঙ্গেই তার কোনো শত্রুতা নেই বলে জানিয়েছেন রণেশ ঠাকুর।
এনপি-০২