ছাতকে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ছাতক প্রতিনিধি


মে ১৯, ২০২০
০৮:১০ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২০
০৯:৩১ অপরাহ্ন



ছাতকে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় সিরাজ মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সিরাজ মিয়া উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের চমক আলীর পুত্র। 

আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

জানা যায়, মঙ্গলবার বিকেলে গ্রামের শহিদ মিয়া ও ফিরুজ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তা সমাধান করে দিলে বাড়িতে যাওয়ার পথে ফিরুজ মিয়া ও তার লোকজন সিরাজ মিয়াকে তার বাড়ির সামনে পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

 

এমএ/আরআর-০৯