ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

খেলা ডেস্ক


মে ২০, ২০২০
০৮:৫৫ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২০
০৮:৫৫ পূর্বাহ্ন



ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

করোনাভাইরাসে থমকে গেছে সব কিছু। বন্ধ খেলাধুলাও। তবে দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। একইভাবে অনেকেই ব্যস্ত থাকছেন অন্তর্জালে। এমন কি অনলাইনে চ্যাম্পিয়নশিপের কথাও শোনা যাচ্ছে। এইতো ২১ মে থেকে শুরু হচ্ছে অনলাইন ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশিপ ২০২০।
করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে প্রতিটি দেশের প্রতিযোগী তাদের নিজ নিজ দেশ থেকে অনলাইনে অংশ নেবে এই টুর্নামেন্টে। যেখানে থাকছে বাংলাদেশও।
২১ মে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ২৪ মে পর্যন্ত। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে ওয়ার্ল্ড ইয়োগা ফেডারেশন। সর্বজিৎ চন্দ্র সূত্রধর এর নেতৃত্বে বাংলাদেশ দলে থাকছেন- মোহাম্মদ জাফরুল ইসলাম, মাহমুদুল করিম, মো. হুজাইফা ও চন্দ্রমা রহমান।
বাংলাদেশ দলের সর্বজিৎ চন্দ্র সূত্রধর জানান, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ইয়োগা সকল বয়সের মানুষের জন্য খুবই বেশি প্রয়োজন। ব্লাড সার্কুলেশন স্বাভাবিক রাখতে ইয়োগা চর্চা করার প্রয়োজন অপরিসীম। পাশাপাশি ঘরে থাকা অবস্থায় আমাদের অনেকের ওজন বৃদ্ধি পাচ্ছে। যারা ইয়োগা চর্চা করেন তাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে।’
প্রতিদিন ন্যূনতম ৩০ মিনিট ইয়োগাতেই কাটবে সকল ধরনের অবসাদ- এমনটাই মনে করেন বাংলাদেশ দলের নারী সদস্য চন্দ্রমা রহমান।

এআরআর/০৫