সুনামগঞ্জে মুজিববর্ষের উপহার পেল প্রায় ৪ হাজার মুক্তিযোদ্ধা পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি


মে ২১, ২০২০
০৯:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
০৯:৫৬ পূর্বাহ্ন



সুনামগঞ্জে মুজিববর্ষের উপহার পেল প্রায় ৪ হাজার মুক্তিযোদ্ধা পরিবার

সুনামগঞ্জ জেলার ১ হাজার ৯৬৩ জন মুক্তিযোদ্ধাকে মুজিব কোট ও মুক্তিযুদ্ধে শহীদ ও ১ হাজার ৬১৭ জন মুক্তিযোদ্ধার স্ত্রীকে লাল সবুজ রঙের চাদর উপহার দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। মুজিববর্ষ উপলক্ষে সকল মুক্তিযোদ্ধার শরীরের মাপে তৈরি মুজিব কোট বানানো হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এই ব্যতিক্রমি পরিকল্পনা গ্রহণ করে ঈদের আগেই তাদের হাতে উপহার পৌঁছে দেন। মুজিব কোট পরিধান করে মুক্তিযোদ্ধারা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্ত্রীরা লাল সবুজ রঙের চাদর গায়ে জড়িয়ে জেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন। আজীবন তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় লাল সবুজের সম্মান ধরে রেখে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় পথ দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। 

সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জীবিত মুক্তিযোদ্ধা, মৃত ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্ত্রীদের মুক্তিযুদ্ধের স্মারক সম্বলিত উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিধানকৃত কোটের বৈশিষ্ট অবিকল রেখে মুজিব কোট ও লাল সবুজের চাদর উপহার দেওয়ার উদ্যোগ নেন। জেলার ১ হাজার ৯৬৩ জন মুক্তিযোদ্ধার শরীরের মাপ নিয়ে মুজিবকোট তৈরি করেন। কোটের বুকের অংশের ডানপাশে মুক্তিযোদ্ধা সংসদের লোগো এবং বাম পাশে মুজিববর্ষের লোগো এমব্রয়ডারি করে যুক্ত করেন। তাছাড়া শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের ১ হাজার ৬১৭ জন স্ত্রীকে লাল সবুজ আচ্ছাদিত চাদর প্রদান করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও তাদের স্ত্রীদের এগুলো উপহার হিসেবে প্রদান করা হয়েছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২৮৪ জন মুক্তিযোদ্ধাকে মুজিব কোট ও শহিদ মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধার ৩১৬ জন স্ত্রীকে চাদর, ছাতকে ২৫১ টি মুজিবকোট, ১৯০ টি চাদর, দক্ষিণ সুনামগঞ্জে ৬৭টি মুজিবকোট, ৫২টি চাদর, দিরাইয়ে ২৮২ টি মুজিবকোট, ১৬৭টি চাদর, জামালগঞ্জ উপজেলায় ৭৮টি মুজিবকোট, ৭৯টি চাদর, ধর্মপাশা উপজেলায় ৫৭টি মুজিবকোট, ৪৬টি চাদর, দোয়ারাবাজার উপজেলায় ৩৮১ টি মুজিবকোট, ৩৫২টি চাদর, শাল্লায় ১২৪টি মুজিবকোট ৭৫টি চাদর, জগন্নাথপুর উপজেলায় ৭০টি মুজিবকোট ও ৩৯টি চাদর, তাহিরপুর উপজেলায় ১৩১টি মুজিবকোট ও ১১৮টি চাদর, বিশ্বম্ভরপুর উপজেলায় ২১৫টি মুজিবকোট, ১৮৩টি চাদর প্রদান করা হয়েছে।

গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সদর উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের স্ত্রীদের মুজিব কোট ও চাদর উপহার দেওয়া হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় আমরাও নানা উদ্যোগ নিয়েছিলাম। বৈশ্বিক মহামারির কারণে আমাদের উদ্যোগগুলো থমকে আছে। মুজিববর্ষ উপলক্ষে আমরা জেলার সকল মুক্তিযোদ্ধাকে মুজিব কোট এবং শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীদের লাল সবুজ আচ্ছাদিত চাদর তুলে দিতে পেরে আনন্দিত।’ 

এসএস-০১/এনপি-৩