তাহিরপুর প্রতিনিধি
                        মে ২২, ২০২০
                        
                        ০৬:১২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ২২, ২০২০
                        
                        ০৬:১৮ পূর্বাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জের তাহিরপুরে করোনাভাইরাসে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলা। ১ জন উপজেলার বাদাঘাট (উ.) ইউনিয়নের এবং ২ জন তাহিরপুর সদরের।
গত ১৭ তারিখ নমুনা সংগ্রহ করে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পাঠানো হলে আজ তাদের ফলাফল পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় বুধবার (২০ মে) পর্যন্ত ১২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরপর গত ৫ মে ৬ জন, ১৩ মে ৩ জন এবং আজ ২১ মে আরও ৩জনের ফলাফল পজিটিভ আসে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় নতুন করে আক্রান্তদের মোবাইল ফোনে যোগাযোগ করে সকলকে লকডাউনে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এএইচ/বিএ-২০