'আমার হবিগঞ্জ' পত্রিকার সম্পাদক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি


মে ২২, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন



'আমার হবিগঞ্জ' পত্রিকার সম্পাদক গ্রেপ্তার

সুশান্ত দাসগুপ্ত

'দৈনিক আমার হবিগঞ্জ'র প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাসগুপ্তকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সাংসদ আবু জাহিরের বিরুদ্ধে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের অভিযোগে দায়ের করা এক মামলায় আজ বৃহস্পতিবার (২১ মে) তাকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জের এএসপি (সদর সার্কেল) রবিউল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সুশান্ত দাসগুপ্তকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সুশান্তের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জহির।

এ ব্যাপারে সায়েদুজ্জামান জাহির বলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য। তার বিরুদ্ধে সুশান্ত দাসগুপ্ত নিজের সম্পাদিত 'দৈনিক আমার হবিগঞ্জ' পত্রিকায় ধারাবাহিকভাবে মিথ্যা সংবাদ প্রচার করে আসছেন এবং ফেসবুকেও এসব অপপ্রচার চালাচ্ছেন। এতে সংগঠনের সদস্যর মানহানি হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে মামলা করেছি।

 

এসআর/আরআর-০১