নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইসি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নয়

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২৫
০২:০৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২৫
০২:০৩ অপরাহ্ন



নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইসি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নয়

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইসি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নয়


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করল নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক নির্দেশনার পর এমন অফিস আদেশ জারি করেছে সংস্থাটি।

ইসির সংস্থাপন শাখার সহকারী সচিব মো. মমতাজ আল শিবলী ইতোমধ্যে আদেশটি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়েছেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের পাশাপাশি এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।

সেই চিঠির আলোকে ইসি আদেশে এনআইডি মহাপরিচালকসহ সব মাঠ কর্মকর্তাদের বিদেশ সফর সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত মানতে বলা হয়েছে।

তবে ইসি কর্মকর্তারা বলছেন, প্রবাসী ভোটার কার্যক্রমের জন্য তাদের কিছু দেশে সফর রয়েছে।

গণমাধ্যমকে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

জিসি / ০৪