মাধবপুর প্রতিনিধি
মে ২১, ২০২০
০৬:৪৫ অপরাহ্ন
আপডেট : মে ২১, ২০২০
০৬:৪৫ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এশা বানু (৫০) নামের গ্রাম পুলিশের এক নারী সদস্য নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত এশা বানু মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারাইনপুর গ্রামের বাসিন্দা।
নারাইনপুর গ্রামের ইউপি সদস্য হারিছ উদ্দিন লালু জানান, সকাল ১১টার দিকে সাহেব বাড়ি বাসস্ট্যান্ডে একটি দ্রুতগামী পিকআপের ধাক্কায় এশা বানু গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএম/আরআর-০২