মাধবপুরে ওএমএস'র কার্ড জালিয়াতি, ডিলারের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি


মে ২১, ২০২০
০৭:১০ অপরাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
০৭:১১ অপরাহ্ন



মাধবপুরে ওএমএস'র কার্ড জালিয়াতি, ডিলারের কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল বিক্রিতে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে এরশাদ আলী নামের এক ডিলারকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার ডিলারশিপ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত এরশাদ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে। তিনি আন্দিউড়া ইউনিয়নের সরকারি খাদ্যবান্ধব চালের ডিলার।

কার্ডধারীদের তালিকায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান বৃহস্পতিবার বেলা ২টার দিকে আন্দিউড়া ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলার এরশাদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন দণ্ডের সত্যতা নিশ্চত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ আলীর ডিলারশিপ বাতিলের নির্দেশ প্রদান করেছেন। ডিলারশিপ বাতিলের বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ডিলার এরশাদকে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানো হয়েছে।

 

এসএম/আরআর-০৫