শায়েস্তাগঞ্জে পশ্চিম বড়চর তরুণ ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মে ২১, ২০২০
০৮:২৫ অপরাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
০৮:২৫ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে পশ্চিম বড়চর তরুণ ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর তরুণ ক্লাবের উদ্যোগে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সংগঠনের সদস্যরা খাদ্যসামগ্রী অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসঞ্জিত চন্দ্র দেব, ছাত্রলীগ নেতা মো. মহিবুর ইসলাম, অপু চন্দ্র দত্ত, শুভ্র দেব সত্য, তরুণ ক্লাবের সভাপতি মো. সাজিদ মিয়া, সাধারণ সম্পাদক মো. ফয়সল আহমদ রায়হান, মো. কাওছার মিয়া, মো. মমিন মিয়া, মো. ছোরাব আলী, মো. সুজন মিয়া প্রমুখ।

তরুণ ক্লাবের সভাপতি মো. সাজিদ মিয়া বলেন, আমাদের ঈদসামগ্রী বিতরণে বিশেষভাবে সহযোগিতা করেছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া।

 

এসডি/আরআর-১০