মাধবপুর প্রতিনিধি
মে ২১, ২০২০
০৮:৪৫ অপরাহ্ন
আপডেট : মে ২১, ২০২০
০৮:৪৫ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার মাধবপুরে কেরানীগঞ্জফেরত ৫৫ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়েছে। তিনি মাধবপুর পৌরসভার কাটিয়ারা এলাকার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারী কেরানীগঞ্জ থেকে ফিরে গত ১৭ মে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য আসেন। আমরা তার নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠালে আজ বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ওই নারীর করোনার রিপোর্ট পজিটিভ আসে।
এ নিয়ে উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ জনে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে করোনার সংক্রমণ রোধ কমাতে আগামীকাল শুক্রবার (২২ মে) থেকে মাধবপুর বাজারের (ফার্মেসি ও মুদি দোকান ব্যতিত) সকল দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
এসএম/আরআর-১৩