সুতাং জাগরণী সংসদের ঈদ উপহার বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মে ২৩, ২০২০
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
১২:০২ পূর্বাহ্ন



সুতাং জাগরণী সংসদের ঈদ উপহার বিতরণ

শায়েস্তাগঞ্জ উপজেলায় বৈশ্বিক মহামারী করোনায় ঘরবন্দি কর্মহীন পরিবারকে ‘খামে ভর্তি ভালোবাসা’ (নগদ টাকা) বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং জাগরণী সংসদ।

শুক্রবার (২২ মে) বিকাল ৪টায় নুরপুর ইউনিয়নের শাহজীবাজার সুতাংয়ে দু:স্থ মানুষের মাঝে এ সাহায্য তুলে দেওয়া হয়। 

ক্লাবটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য ছিল বর্তমানে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের যারা কাউকে বলতে পারছেন না, এমন কি তারা কারও কাছ থেকে লজ্জায় খাবারও আনতে পারছে না। তাদের জন্যই ঈদ উপলক্ষ্যে এমন উদ্যেগ নেওয়া হয়েছে। খুব নীরবে-নিভৃতে এসব পরিবারের কাছে খামে করে নগদ অর্থ বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছি আমরা।  

আমাদেরকে অনুসরণ করে এভাবে এলাকার আরো মানুষ যদি এই সংকটে তাদের পাশে দাঁড়ায় এটিই আমাদের স্বার্থকতা। 

এসময় আরও উপস্থিত ছিলেন, জাগরণী সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য, এম এ মামুন আহমেদ, আব্দুর রহিম জজুম, সৈয়দ বকুল রহমান, কারী শামীম, মোস্তফা জামান হৃদয়,  ইসমাইল হোসেন এলিন, সৈয়দ আতাউর রহমান ঝিনুক, মো, সুজন আহমেদ, সজল আহমেদ সিপন, মো, কামরুল হোসেন, শফিউদ্দিন তুষার প্রমুখ। 

ঈদ উপহার বিতরণে আংশিক সহযোগিতা করেন, বদরগাজী এন্টারপ্রাইজ এর মো. কামরুল তালুকদার। 

উল্লেখ্য, সুতাং জাগরণী সংসদ এই চলমান সংকটে এর আগে ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

বিএ-১৬