নবীগঞ্জ প্রতিনিধি
মে ২২, ২০২০
০৭:০৬ অপরাহ্ন
আপডেট : মে ২২, ২০২০
০৭:০৬ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ২ বছরের এক শিশুসহ করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। এর মধ্যে শিশুসহ দুইজনের বাড়ি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে। অপরজনের বাড়ি করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে। তারা তিনজনই ঢাকাফেরৎ বলে জানা গেছে।
এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা হলো ২২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ জন।
বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
এ পর্যন্ত নবীগঞ্জ উপজেলায় করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৭৫ জনের। এর মধ্যে করোনা পজিটিভ আসে ২২ জনের। বাকি ৩৬০ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। অন্যান্যদের রিপোর্ট এখনও আসেনি। করোনা সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এএম/আরআর-০৩