হবিগঞ্জের ১ হাজার পরিবারের পাশে ছাত্রনেতা রিংগন

হবিগঞ্জ প্রতিনিধি


মে ২৩, ২০২০
০৩:২৫ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৩:২৫ পূর্বাহ্ন



হবিগঞ্জের ১ হাজার পরিবারের পাশে ছাত্রনেতা রিংগন

করোনাভাইরাসের মহামারীতে কর্মহীন হবিগঞ্জ পৌরসভার ১ হাজার দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন।

আজ শুক্রবার (২২ মে) প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে তিনি তুলে দিয়েছেন ঈদসামগ্রী।

ইতোপূর্বেও শাহ রাজীব আহমেদ রিংগন দুই দফায় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। পবিত্র রমজান মাসের শুরুতেই সেহরি ও ইফতার নিয়ে হাজির হয়েছেন মানুষের দুয়ারে, বিতরণ করেছেন নগদ অর্থ।

শাহ রাজীব আহমেদ রিংগন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ত্রাণসামগ্রী বিতরণ করছি। দেশে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ এসেছে, বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমান করোনা মহামারীতেও প্রমাণ হয়েছে বিএনপির কোনো নেতাকর্মী ত্রাণ চুরি করে না, বিএনপির নেতাকর্মীরা মানুষকে ত্রাণ দেয়। যতদিন এই করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকবে, ততদিন আমরা মানুষের পাশে থাকবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা জাসাস'র সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, পৌর কৃষকদলের আহ্বায়ক আশরাফুল আলম সবুজ, দৈনিক আজকের হবিগঞ্জ এর বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ রুহেব হাসান জনি, জসিম মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাহবুব, কামরুজ্জামান উজ্জ্বল, চৌধুরী আহমেদ ইকবাল প্রমুখ।

 

এসআর/আরআর-০৫