দিরাই প্রতিনিধি
মে ২২, ২০২০
০৭:৪২ অপরাহ্ন
আপডেট : মে ২২, ২০২০
০৭:৪২ অপরাহ্ন
সুনাগঞ্জের দিরাইয়ে করোনা মহামারীর কারণে কর্মহীন অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল এস এর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতিবিজড়িত দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে তা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, চ্যাল এস পরিবারের সদস্য এডভোকেট আলহাস উদ্দিন জুসেন, খলিলুর রহমান, এডভোকেট এ আর জুয়েল, আকরাম উদ্দীন, দিরাই প্রেসক্লাবের সহ-সভাপতি সোয়েব হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাশ প্রমুখ।
প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি সয়াবিন, দেড় কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি ছোলা, ১টি সাবান ও ৫শ গ্রাম করে বিভিন্ন জাতের গুড়ো মসলা প্রদান করা হয়। এছাড়াও ৫টি পরিবারে ৫০ কেজি চাল, ৮ লিটার সয়াবিন, ৫ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি আদা, ৪ কেজি চিনি, ২ কেজি ময়দা, ২ কেজি ছোলা, ৩ কেজি ডাল, ৫শ গ্রাম চা পাতা ও বিভিন্ন জাতের গুড়ো মসলাসহ ১ মাস চলার মতো পণ্য প্রদান করা হয়।
এএইচ/আরআর-০৭