ছাতকে আরেক শ্রমিকের করোনা শনাক্ত

ছাতক প্রতিনিধি


মে ২২, ২০২০
০৭:৫৩ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
০৭:৫৩ অপরাহ্ন



ছাতকে আরেক শ্রমিকের করোনা শনাক্ত

সুনামগঞ্জের ছাতকে আরও এক শ্রমিকের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে ছাতকে মোট ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

নতুন আক্রান্ত শ্রমিক ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা। তিনি ছাতক সিমেন্ট কারখানার নৌ-ট্রান্সপোর্টের শ্রমিক। 

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী আজ শুক্রবার (২২-মে) ওই নৌ-ট্রান্সপোর্ট শ্রমিকের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে বলে নিশ্চিত করেছেন।

ডা. রাজীব চক্রবর্তী জানান, গত ২০ মে ওই নৌ-শ্রমিকের নমুনা সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই লোকের বাড়ি ও কারখানার ট্রান্সপোর্ট এলাকা লকডাউন করা হয়েছে।

 

এমএ/আরআর-০৯