ছাতক প্রতিনিধি
                        মে ২৩, ২০২০
                        
                        ০৮:০২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ২৩, ২০২০
                        
                        ০৮:০২ পূর্বাহ্ন
                             	
                             আটক তিন চাঁদাবাজ
    সুনামগঞ্জের ছাতকের পিয়াইন নদীতে নৌযানে চাঁদাবাজি করার সময় তিন চাঁদাবাজকে আটক করেছে জনতা। আজ শুক্রবার (২২ মে) সকাল ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের জামুরা গ্রাম সংলগ্ন পিয়াইন নদীতে ধাওয়া করে ওই তিন চাঁদাবাজকে আটক করে ছাতক থানায় সোপর্দ করা হয়।
আটককৃত চাঁদাবাজরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর গ্রামের নূরুল হকের পুত্র মঈনুল ইসলাম, লেদাই মিয়ার পুত্র এনামুল হক ও ফজলু মিয়ার পুত্র লায়েক মিয়া। এ ঘটনায় ছাতক থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, ছাতকের সুরমা, চেলা ও পিয়াইন নদীতে চলাচলরত বাল্কহেড, কার্গো ও ইঞ্জিনচালিত নৌকা থেকে নিয়মিত চাঁদাবাজি করে যাচ্ছে একটি চক্র। চাঁদাবাজরা ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে সকাল-সন্ধ্যা নৌপথে ঘুরে ঘুরে ভয়-ভীতি প্রদর্শন করে নৌযান থেকে চাঁদা আদায় করে থাকে। প্রতিটি বাল্কহেড ও কার্গো থেকে চাঁদাবাজরা ২ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে থাকে। বর্ষা মৌসুমের সময় চাঁদাবাজ চক্র বেপরোয়া হয়ে ওঠে। অনেকসময় পর্যাপ্ত চাঁদা না পেলে এসব চাঁদাবাজ নৌ শ্রমিকদের মারধরও করে থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুক্রবার সকালে জামুরা এলাকায় একটি বাল্কহেড থেকে টোলের নামে রশিদ দিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে তিন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। জনতার ধাওয়ায় অন্যান্য চাঁদাবাজরা নৌকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এমভি গঙ্গা বাল্কহেডের পরিচালক জজ মিয়া বাদী হয়ে ছাতক থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে।
এমএ/আরআর-১০