ঈদসামগ্রী দিল চবি এলামনাই এসোসিয়েশন মিশিগান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মে ২২, ২০২০
০৯:২০ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
০৯:২০ অপরাহ্ন



ঈদসামগ্রী দিল চবি এলামনাই এসোসিয়েশন মিশিগান

চট্রগ্রাম বিশবিদ্যালয় এলামনাই এসোসিয়েশন মিশিগানের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২২ মে) বিকেলে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর উপজেলার ৬টি ইউনিয়নে এতিম ও হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের কাছে ঈদসামগ্রী পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলার পত্রিকার হকারদেরও সহায়তা করা হয়েছে।

মিশিগানে অবস্থিত চট্টগ্রাম বিশবিদ্যালয় এলামনাই এসোশিয়েশনের আহ্বায়ক সৈয়দ মঈন দিপু জানান, করোনার এই দুর্যোগে দেশের মানুষের জন্য সুদূর আমেরিকার মিশিগান থেকে দেশের এতিম, হতদরিদ্র মানুষের জন্য কিছু সহায়তা করাই আমাদের উদ্দেশ্য। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে দেশের মানুষের জন্য আরও কিছু করতে পারি।

শুক্রবার খাদ্যসামগ্রী বিতরণে সহায়তা করেন, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রকিব প্রমুখ।

 

এসডি//আরআর-১৬