তাহিরপুর প্রতিনিধি
মে ২২, ২০২০
০৯:২৯ অপরাহ্ন
আপডেট : মে ২২, ২০২০
০৯:২৯ অপরাহ্ন
করোনাভাইরাসের সংকটকালীন সময়ে ১২৬টি হতদরিদ্র, দিনমজুর পরিবার চিহ্নিত করে সামাজিক দূরত্ব বজায় রেখে সুনামগঞ্জের তাহিরপুরে কুনাটছড়া নব যুব সংঘের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে চিনি, ময়দা, সেমাই, তেল ও গুড়ো দুধ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন। যুবসমাজের এমন সামাজিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, যুবসমাজ দেশের অন্যতম চালিকাশক্তি। যুবসমাজ যদি ভালো হয়, আগামী প্রজন্ম পাবে সুন্দর বসুন্ধরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম গোলাপ, আল ইসলাম, ওলিউল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা ওবায়দুর রহমান শাওন প্রমুখ।
ত্রাণসামগ্রীতে আর্থিক সহযোগিতা করেন, আল ইসলাম, আব্দুল বাছির, আব্দুর রহিম ও সামসুল হক।
সংগঠনের সভাপতি সামায়ূন কবির বলেন, সংগঠনটির উদ্যোক্তা হুমায়ুন কবির আমাদের মাঝে আজ নেই। কিন্তু তার রেখে যাওয়া সংগঠনের মাধ্যমে সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম, আব্দুল কাদির ও আব্দুস সাত্তার। তাদের সার্বিক সহযোগিতায় আমরা এই ত্রাণসামগ্রী বিতরণ করতে পেরেছি।
ত্রাণ বিতরণ কার্যক্রমে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি বাহাউদ্দীন সুনামগঞ্জী।
এএইচ/আরআর-১৭