মাধবপুর প্রতিনিধি
মে ২৩, ২০২০
০৯:৩১ পূর্বাহ্ন
আপডেট : মে ২৩, ২০২০
১১:১৩ পূর্বাহ্ন
হবিগঞ্জে মাধবপুরে গলায় ছুরিকাঘাত করে রিপন মিয়া নামে এক যুবকের মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগনঞ্জ-জগদীশপুর সড়কের মাধবপুর উপজেলার হরিতলা তেতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
গুরুতর আহত রিপন মিয়াকে (২৫) মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপন মিয়া মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের রংগু মিয়ার ছেলে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন একদল পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ফেলে যাওয়া রশি, মুখোশসহ কিছু আলামত উদ্ধার করেন।
রিপন মাধবপুর উপজেলার মানিকপুর থেকে পালসার মোটর সাইকেলযোগে এক আত্মীয়কে নিয়ে হরিতলা গ্রামে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে উল্লেখিত সড়ক দিয়ে বাড়ি আসছিলেন তিনি। তেতুলতলা নামক স্থানে আসামাত্র মুখোশপরা ৪/৫ জনের একটি দল রশি দিয়ে মোটর সাইকেলসহ তাকে আটকিয়ে গলায় ছুরি চালিয় মোটর সাইকেল ছিনিযে নেয়।
এসএমআর/এনপি-০৫