বিশ্বে ৫১ লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


মে ২৩, ২০২০
১০:৫৬ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
১০:৫৬ অপরাহ্ন



বিশ্বে ৫১ লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত

বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ সময় ২২ মে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৫৯ হাজার ৬৭৪। এর মধ্যে তিন লাখ ৩৫ হাজার ৪১৮ জনের মৃত্যু হয়েছে।

প্রথম শনাক্ত হওয়ার ছয় মাসেরও কম সময়ের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, গত ১ এপ্রিল এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখে পৌঁছায়। এরপর প্রতি দুই সপ্তাহে নতুন আক্রান্তের সংখ্যা ১০ লাখ করে বেড়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে লাতিন আমেরিকায়। এর বেশিরভাগই আক্রান্ত হয়েছে ব্রাজিলে। স¤প্রতি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় সর্বোচ্চ করোনা আক্রান্তের দেশে পরিণত হয়েছে ব্রাজিল।জিএসএস/বিএ-০৯