তারেক রহমানের নির্দেশে জগন্নাথপুরে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ২৩, ২০২০
০৫:২২ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৫:২২ অপরাহ্ন



তারেক রহমানের নির্দেশে জগন্নাথপুরে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশ ও জাতীর দূর্যোগ কালিন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমেদ এর অনুপ্রেরণায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি নেতাকর্মীদের অর্থায়নে ধারাবাহিক ভাবে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে শুক্রবার (২২ মে) জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল উদ্দিনের বাড়িতে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পাইলগাও ইউনিয়ন বিএনপির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুর রহমান তহুরের সভাপতিত্বে ও পাইলগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জুবায়ের আহমদ আবুর পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে ৫ শত পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুল দেন নেতৃবৃন্দ।

খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম। 

এসময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ও মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ খান টুনু, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা আবুল হাসনাত আমির, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা ইমরান আহমদ, পাইলগাও ইউনিয়ন বিএনপি নেতা অজিজুর হক চৌধুরী মজনু, জয়নাল উদ্দিন, শায়েস্তা মিয়া, রুপন মিয়া, নজমুল মিয়া, কদর মিয়া, মোসাহিদ মিয়া, আবু ছুয়াহিদ, পাইলগাও ইউনিয়ন যুবদল নেতা হাফিজুর রহমান, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, ফরুক আহমেদ, শামিম আহমেদ সায়েক আহমদ, পাইলগাও ইউনিয়ন ছাত্রদল নেতা হেলিম উদ্দিন, কাদির মিয়া আতিকুর রহমান লিটন, সায়েক আহমদ, বেলাল আহমেদ সাজু, সুমন মিয়া, রুহুল আমিন প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি এম এ মুকিত বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভবে দেশ ও জাতি দুর্যোগকালীন এ সময়ে অনাহারে অর্ধাহারে অতিবাহিত করছে, জাতির এই দুর্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যকে নির্দেশ প্রধান করেছেন অসহায়, দুস্থ দিনমজুর মধ্যবিত্ত পরিবারের পাশে থেকে সহযোগিতা করে যেতে। আমরা তারেক রহমানের নির্দেশে ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের অনুপ্রেরণায় যুক্তরাজ্যে বিএনপি অর্থায়নে ইতিমধ্যে জগন্নাথপুর পৌরসভায়, দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে গরীব অসহায়, দিনমজুরদের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। আজও জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির নেতৃবৃন্দের অর্থায়নে আমরা জগন্নাথপুর বিএনপি পরিবার পাইলগাও ইউনিয়নের গরীব অসহায় ৫০০ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছি। তিনি জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দদের সামর্থ অনুযায়ী এই দুর্যোগে অসহায় মানুষের সুখে দুখে পাশে থেকে সহযোগীতা করে যাওয়ার আহবান জানান।

বিএ-১৭